ঢাবি কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ফল নিয়ে যা জানা গেল

 


ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের কলা, আইন সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা দিয়েছেন প্রায় এক লাখ ১২ হাজার শিক্ষার্থী। গত ২৩ ফেব্রুয়ারি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষার উত্তরপত্র দেখা শেষ হলে ফলাফল ঘোষণা করা হবে বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে।

এবার ঢাবির কলা, আইন সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষায় ৬০ নম্বরের এমসিকিউ ৪০ নম্বরের লিখিত পরীক্ষা হয়েছে। এমসিকিউ উত্তীর্ণ শিক্ষার্থীদের খাতা দেখা শেষ হলে এর ফলাফল ঘোষণা করা হবে। ঢাকায় ৮০টি কেন্দ্রের পাশাপাশি বিভাগীয় শহরগুলোতে এবার ভর্তি পরীক্ষা নেওয়া হয়েছে।

কলা, আইন সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার দায়িত্বে থাকা সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক জিয়া রহমান আজ শনিবার ( মার্চ) দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, এবার ভর্তি পরীক্ষার্থী অনেক। তাদের লিখিত পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন চলছে। সব দেখা শেষ হলে ফলাফল প্রকাশ করা হবে। ফল প্রস্তুত হলে তা আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে বলে জানান তিনি।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url