বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : মার্কআপস নামে নতুন ফিচার ঘোষণা করেছে গুগল। এই ফিচারের মাধ্যমে গুগল ডকে এখন থেকে যুক্ত করা যাবে হাতে লেখা নোট।
5:58
সম্প্রতি মার্কিন প্রযুক্তিভিত্তিক সংবাদমাদ্যম দ্য ভার্জের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
সোমবার (১১ মার্চ) থেকে গুগলের স্ট্যান্ডার্ডের ওয়ার্কপ্লেস এবং ব্যক্তিগত একাউন্টধারীরা এই নতুন ফিচারটি ব্যবহার করতে পারবেন। তাছাড়া মার্কআপস নামের এই ফিচারটি ব্যবহার করে হ্যান্ড নোট লিখতে অবশ্যই এন্ড্রয়েড টাচ স্ক্রিন মোবাইলও থাকতে হবে। আপাতত উইন্ডোজ, ম্যাকওএস, আইওএস, ক্রোমওএস এমনকি ক্রোম ব্রাউজার ব্যবহারকারীরা শুধু দেখতে, মার্কআপ করতে, হাইড করতে অথবা মুছে ফেলতে পারবেন।
ব্যবহারকারীরা সরাসরি আঙুলের সাহায্যে এই নোট লিখতে পারবেন গুগল ডকে। এছাড়া স্ট্যান্ডার্ড কলম, হাইলাইটার রঙ (কালো, নীল, লাল, সবুজ, হলুদ) এবং ইরেজার অপশনও যুক্ত করা হয়েছে এতে। ব্যবহারকারীরা চাইলে নিজেদের পছন্দ মতো রঙের ব্যবহারও করতে পারবেন নোট লেখার ক্ষেত্রে।
এক বিজ্ঞপ্তিতে গুগল জানায়, শিক্ষক এবং শিক্ষার্থীদের সৃজনশীল বিকাশে এই নতুন ফিচারটি অনেক কাজে লাগবে। পাশাপাশি শিক্ষার্থীরা চাইলে অনলাইনেই তাদের লেখার উপর শিক্ষকদের মতামত পেতে পারেন। পুরাতন হার্ড কপির ব্যবহার থেকে বের হয়ে আধুনিক উপায়ে অনলাইনেই এখন ক্লাসরুমের মতো পরিবেশে ক্যানভাস বা হোয়াইট বোর্ডের মতো এই ফিচার ব্যবহার করা যাবে।
অফিসের মিটিংগুলোতেও এর ব্যবহার বিশেষ সুবিধা দিবে। অনেকেই হাতে লিখে তার সহকর্মীদের নোট দিতে পছন্দ করেন। পাশাপাশি এখানে কাটা-ছিঁড়ার সুযোগও নেই যেহেতু আলাদা করে ইরেজার বা লেখা মুছে ফেলার সুযোগ রাখা হয়েছে।
২০২৩ সালের অক্টোবরে প্রকাশিত স্ট্যাটিস্টার রিপোর্ট অনুসারে, ট্যাবলয়েড বাজারের প্রায় ৫৫ দশমিক ৯ শতাংশই অ্যাপল ব্যবহারকারী। সেই সঙ্গে টু ইন ওয়ান ল্যাপটপের বাজারও ক্রমাগত বাড়ছে। তাই শিক্ষার্থীরাও তাদের পড়াশুনার ক্ষেত্রে এই ধরনের প্রযুক্তিতে উৎসাহিত হচ্ছেন। ফলে গুগল ডকের এই নতুন ফিচার এন্ড্রয়েডসহ বাকি ডিভাইসগুলোতেও যুক্ত করার প্রয়োজনীয়তার কথা বলছেন অনেক ব্যবহারকারী।