রোজায় বন্ধ থাকবে প্রাথমিক ও মাধ্যমিক স্কুল: হাইকোর্ট

 


রমজানের প্রথম দিন থেকে বন্ধ থাকবে প্রাথমিক মাধ্যমিক স্কুল। এমন আদেশ দিয়েছেন হাইকোর্ট। রমজানের প্রথম প্রাথমিক মাধ্যমিক স্কুল খোলা রাখার বিষয়ে সরকারি প্রজ্ঞাপনের বিপরীতে এক রিটের পরিপ্রেক্ষিতে আজ রোববার আদেশ দেন বিচারপতি কামরুল কাদের খিজির হায়াত।

গত ফেব্রুয়ারি আলাদা দুই প্রজ্ঞাপনে প্রাথমিক স্কুল রমজানের প্রথম ১০ দিন মাধ্যমিক স্কুল ১৫ দিন খোলা রাখার প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপন স্থগিত চেয়ে রিট করেন আইনজীবী মাহমুদা খানম। 

এই আইনজীবী জানান, যানজট শিক্ষার্থীদের অবস্থা বিবেচনায় এনে তিনি রিট করেছিলেন। নিয়ে শুনানি শেষে রমজানের প্রথম দিন থেকেই প্রাথমিক মাধ্যমিক স্কুল বন্ধ রাখার আদেশ দেন হাইকোর্ট।

Post a Comment (0)
Previous Post Next Post